মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 12:40 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বাদ জোহর বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদে ইউ পি চেয়ারম্যানদের উদ্যোগে মুরইল ইউ পি মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিলের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা আইসিটি অফিসার ও জামগ্রাম ইউ পির প্রশাসক শাহরিয়ার ছিদ্দিক, নারহট্র ইউ পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ, মুরইল ইউ পির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মল্লিক সহ বিভিন্ন ইউ পির সদস্যবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব।