মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
22 Jan 2025 11:17 am
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরে গ্রাম আদালত প্রকল্পের মাসিক ও ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) সকাল ১০ ঘটিকায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা টিম কর্তৃক আয়োজিত শরীয়তপুর সদর উপজেলাধীন আংগারিয়া ইউনিয়ন পরিষদে মাসিক স্টাফ কো-অর্ডিনেশন ও ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজীর সভাপতিত্বে সকল উপজেলা কো-অর্ডিনেটর এবং পিএফএ সভায় অংশগ্রহণ করেন।
প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী বলেন যে,নতুন বছরের প্রথম কোয়ার্টারে প্রকল্পের লক্ষ্য অনুযায়ী অর্জন এবং শতভাগ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং মামলা গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে ইউপি প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন চলমান কোয়ার্টারের প্রধান লক্ষ্য।
এসময় উপজেলা ভিত্তিক মাসিক এবং ত্রৈমাসিক মামলা গ্রহণ ও নিষ্পত্তির টার্গেট প্লানিং সহ সংশ্লিষ্ট সকল উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন স্টেকহোল্ডারদের সাথে আউটরিচ প্রোগ্রাম ও লিংকেজ বৃদ্ধি করার মাধ্যমে সরকারি দপ্তরের ওয়েব সাইটে গ্রাম আদালত কার্যক্রম আপলোড করার বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
ডিস্ট্রিক্ট ম্যানেজারের উদ্যোগে গত বছরের লক্ষ্য ও অর্জনে বিশেষ ভূমিকা রাখার জন্য সকল স্টাফ ও কোয়ার্টারের সেরা পারফরমার কে পুরস্কৃত করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,কো-অর্ডিনেটর মোঃ লুৎফর রহমান মোল্লা-গোসাইরহাট উপজেলা,সাথী আক্তার -জাজিরা উপজেলা,মোঃ জামাল উদ্দিন-সদর উপজেলা,উৎপল মন্ডল-ডামুড্যা উপজেলা, মোঃ ইকবাল জামিল ও মোঃ আনিছুর রহমান-নড়িয়া উপজেলা,মোঃ জামাল হোসাইন ও মোঃ জাকারিয়া হোসাইন-ভেদরগঞ্জ উপজেলা এবং পিএফএ শুভ চন্দ্র দে- জেলা অফিস,শরীয়তপুর এবং সাংবাদিক মোঃ আল-আমিন শাওন।