সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
15 Jan 2025 12:30 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়ায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। বগুড়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. সাইফুর রহমান শাহীন।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বাউল গানের সম্রাট বাউল সুকার দাসসহ শিল্পীরা গান পরিবেশন করেন।