রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
13 Jan 2025 01:19 am
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁয় ফেন্সিডিলসহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি।অর্চনা প্রসাদ সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, আটক অর্চনা প্রসাদ দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সঙ্গে জড়িত।তিনি নিজেই তার বাসা থেকে মাদক বিক্রি করে।এর আগে নওগাঁ সদর থানায় তার নামে ৫ টি মাদক মামলা রয়েছে।এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এবং আটকের সময় তার কাছ থেকে ৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান,আটকের পর তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।এরপর আইন প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।