শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 06:52 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:- নড়াইল ডিবি পুলিশের অভিযানে একশত বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও মোঃ আল মিরাজ (১৯) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত মোঃ শাহাবুদ্দিন ইসলাম (৩১) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানা ৮ নং পৌরসভাধীন বসতীপাড়ার মোঃ কামাল হোসেন ও মোঃ আল মিরাজ (১৯) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানা ৮ নং পৌরসভাধীন দৌলতগঞ্জ পাড়ার মোঃ রায়হান ইসলামের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুরুবার
(১০ জানুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের গোচর উপজেলা ভূমি অফিসের মূল গেটের সামনে নড়াইল হতে মাগুরাগামী পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান পিপিএম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও মোঃ আল মিরাজ (১৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একশত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।