বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 04:51 pm
রাহেল সরকার উজ্জল নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের নবাবগঞ্জে দুটি মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে সাজাপ্রাপ্ত আসামি জাকারিয়া কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জাকারিয়া (৩৫) নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ গোলজার হোসেন এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ এর নির্দেশে থানার ফোর্সসহ আফতাবগঞ্জের ৯ নং কুশদহ ইউনিয়নের শিবপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ বলেন, আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।