বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫
09 Jan 2025 10:46 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার সাদুল্লাপুর উপজেলায় জমিজমা সংক্রান্তের জের ধরে দম্পতিকে মারপিট সহ বসতবাড়ী ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বলিদহ গাছুপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী ও একই গ্রামের রবিউল গংদের সহিত জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছিল।উক্ত বিবাদ নিষ্পত্তির জন্য বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা যায়।
এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারী বিকালে রবিউল গংরা হামলা চালিয়ে ইদ্রিসের বসতবাড়ী ভাংচুর করে।এসময় বাধা দিতে গেলে ইদ্রিস ও তার স্ত্রীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।বর্তমানে আহত দম্পতি চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ রবিউল গংরা বলেন,জমিসহ এইবসতবাড়ী তাদের নয়,আমরা ক্রয়সূত্রে এইজমির মালিক।দলিল ও বর্তমান রেকর্ড আমাদের নামে রয়েছে বলেই আমরা জমি দখলে নিয়েছি।