বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫
27 Jan 2025 07:53 am
জুবায়ের আহমেদ, বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার বাবনাকান্দী গ্রামে তাজুল ইসলাম নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে স্বজনরা। ঘটনাটি ঘটেছে বুধবার ৮ জানুয়ারি সকাল ৯ টার দিকে উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের বাবনাকান্দী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাবনাকান্দী গ্রামের সফর আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম(৫০) রাতের খাবার খেয়ে মা মোছাঃ পেরা খাতুনের পাশে ঘুমিয়ে পড়েন। তাজুল ইসলাম সকালে মাকে ঘুমে রেখেই কোথাও চলে যায়। সকাল প্রায় ৯ টার দিকে মা মোছাঃ পেরা খাতুন ছেলে মোঃ তাজুল ইসলামকে খাওয়ার জন্য বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকেন।
এক পর্যায়ে তাজুল ইসলামের স্বজনরা ও গ্রামবাসীরা সকাল ১১ টার দিকে বাবনাকান্দী জুঝনালা ব্রিজের পশ্চিম দক্ষিণ পাশে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুমাইয়া আক্তার তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই আবু মাকসেদ এর নেতৃত্বে একদল পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত তাজুল ইসলামের মা মোছাঃ পেরা খাতুন ও বোন জুলেখা খাতুন জানান, তাজুল ইসলাম মাঝে মধ্যে বাড়ি থেকে চলে যায়, গত কয়েক মাস আগেও তাকে সিলেট গোয়াইনঘাট এলাকায় অচেতন অবস্থায় পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গোয়াইনঘাট হাসপাতালে ভর্তি করা হয়,পরে আমরা খবর পেয়ে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসি।কিছুদিন যাবত সে বাড়িতে মায়ের সাথেই থাকতো।তবে নিহত তাজুল ইসলামের ভাই নুর ইসলামের দাবী তার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে,কেউ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে থাকতে পারে!
মৃত্যুর কারণ জানতে চাইলে ডাক্তার সুমাইয়া আক্তার জানান,তার গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বলেন,তাজুল ইসলামের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।