বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫
09 Jan 2025 12:45 am
প্রকাশিত হয়েছে কবি ও আবৃত্তি শিল্পী জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ 'আততায়ী অন্ধকার'।একুশে গ্রন্থমেলা ২০২৫ উপলক্ষে বইটি প্রকাশ করেছে দ্বিমত পাবলিশার্স।প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।
জাহিদ নয়ন বিগত এক দশক ধরে দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় পত্রিকা,লিটলম্যাগ ও যৌথ সংকলনে কবিতা ও প্রবন্ধ লিখছেন নিয়মিত।বইটি সম্পর্কে তিনি বলেন, আততায়ী অন্ধকার কাব্যগ্রন্থে প্রেম-বিরহ,বিদ্রোহ, বিপ্লব ও আধ্যাত্মিকধর্মী কবিতার সম্মিলন ঘটেছে।বইটির কবিতাগুলোতে পাঠক বৈচিত্র্যময় চিন্তাধারার সন্ধান পাবেন।
দ্বিমত পাবলিশার্স-এর কর্ণধার একরাম আজাদ জানান বইটি ঢাকা ও চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাবে। এছাড়া বইটি বাতিঘর, রকমারি ও বুকস অব বেঙ্গল (কলকাতা) থেকে পাঠক সংগ্রহ করতে পারবেন।
আততায়ী অন্ধকার বইটির বিক্রয়মূল্য ১৬০ টাকা।
পৃষ্ঠা সংখ্যা ৪৮।