সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫
07 Jan 2025 05:03 pm
স্টাফ রিপোর্টার:- বগুড়ায় আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার শতাধিক শীতার্ত মানুষ ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
তীব্র শীতে বিপর্যস্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে সংগঠনের এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক গবেষক ড. আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর মো.খোরশেদ আলম,নির্বাহী পরিচালক আসলাম হোসাইন,স্বাস্থ্য পরিচালক নাঈম মোর্শেদ,দপ্তর সম্পাদক আব্দুর রউফ,সিনিয়র কার্যনির্বাহী সদস্য জাহিদ হোসাইন,সহকারী শিক্ষক আহসান কবির জিতু,বেতগাড়ী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক,সদস্যবৃন্দ যথাক্রমে আবু মুসা মুন্না, আবু বক্কর, নূর সালাম, নূর আলম,ফিরোজ আহমেদ রবিন,সাগর হোসেন,রিয়াদ হাসান ও শাহরিয়ার জীম।
আয়োজন প্রসঙ্গে সংস্থার প্রধান নির্বাহী পরিচালক আসলাম হোসাইন বলেন, আপন সোশ্যাল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।তাদের বিশ্বাস, ছোট ছোট মানবিক উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। এরই ধারাবাহিকতায় তারা জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।এ উদ্যোগের মাধ্যমে সমাজে কিছুটা হলেও উষ্ণতা ও সহানুভূতির ছোঁয়া দিতে পেরে তারা গর্বিত।