বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫
04 Jan 2025 07:07 pm
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।র্যালি ও সমাবেশে মুখর ছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলো ।
বুধবার (০১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে নবাবগঞ্জ ডাকবাংলো তে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে এসে জড়ো হয় নেতা কর্মীরা।বেলা ২ টার দিকে ১ হাজারেরও বেশি নেতা-কর্মী নিয়ে শরু হয় বিশাল এক র্যালি।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক,ডাকবাংলো রোড, থানা রোড,ও উপজেলা রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ডাকবাংলো তে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মুক্তাদির হোসেন বকুল এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজ এর সঞ্চালনায় এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আরও নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ দৌলা ও ৯ নং কুশদহ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ ইসতিয়াক সম্রাট সহ আরো বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।