বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫
10 Jan 2025 12:05 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ নেসকো'র ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা-বন্ধ কর করতে হবে" শ্লোগান-কে সমানে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নিকট প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে জানুয়ারী বুধবার বিকালে পলাশবাড়ীস্থ নেসকো কার্যালয় অফিস ঘেড়াও কর্মসূচী পালন করা হয়েছে।
পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবানে ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগীতায় নেসকো অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচী সফল করতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহক ও সর্বসাধারণ ছাত্র-জনতা অংশ গ্রহন করে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত,পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক কমিটির অন্যতম সম্বনয়ক মিজানুর রহমান নিক্সন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুসহ অনেকে।