বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫
07 Jan 2025 06:30 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে যানজট নিরসনে পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে হলুদ ও সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত (অটোবাইক/ মিশুক) যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পৌর প্রশাসক মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা,জেলা জামায়াতের আমীর মো.আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ,জামায়াতের পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম,চেম্বারের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল করিম, অটোবাইক চালক নেতা রবিউল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন বছরের প্রথমদিন থেকে সবুজ ও হলুদ রেজিষ্ট্রিকৃত ব্যাটারিচালিত যানবাহন জোড়-বিজোড় তারিখ অনুযায়ী অর্থাৎ ইংরেজী মাসের জোড় ও বিজোড় তারিখে হলুদ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক এবং বিজোড় তারিখে সবুজ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক চলাচল করবে।এ নিয়মের ব্যতিক্রম করে হলুদ ও সবুজ প্লেটযুক্ত যানবাহন একই দিনে চলাচল করতে পারবে না।এছাড়া লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত কোনো যানবাহন পৌর এলাকায় প্রবেশ এবং চলাচল করতে পারবে না।আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তাই সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ,চালকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।