বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫
07 Jan 2025 06:55 pm
মোহাম্মদ ফিরোজ চট্টগ্রাম:- চট্টগ্রাম শহরের চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত দারুল ইরফান একাডেমির বার্ষিক ফলাফল ঘোষণা,অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গতকাল ৩০ ডিসেম্বর সোমবার দারুল ইরফান একাডেমি চান্দগাঁও,চট্টগ্রাম শাখায় ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহ।মাওলানা মামুনুর রশিদ ও মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলায়মান,বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক এস,আই,বি এল এর সাবেক ডিএমডি নাছের রহমান, একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ সাহাব উদ্দিন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ এনামুল হক,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এর সহযোগী অধ্যাপক ডক্টর রোকন উদ্দিন,চট্টগ্রাম সরকারি মডেল কলেজের প্রভাষক ডক্টর ওয়ালীউল্লাহ মঈন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ফয়সাল মোহাম্মদ ইউনুছ, জনাব আহমদ খালেদুল আনোয়ার,ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, এডভোকেট সাদ্দাম হোসেন, ডাক্তার গিয়াস উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে এ বছর সর্বমোট ৯৯ জন (প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান)শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।