বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫
12 Jan 2025 06:49 am
নাজমুল হক নাহিদ,(নওগাঁ) প্রতিনিধি:-গত কয়েক দিনের ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।কয়েক দিন ধরে দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলছে না।এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
এদিকে কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের ফলে শীতের তীব্রতা বেড়েছে অনেকগুণ।কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।কয়েক সপ্তাহ ধরে হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা এ অঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
মঙ্গলবার ভোর থেকেই কুয়াশায় ঢাকা রয়েছে পথঘাট।দুর্ঘটনা এড়াতে সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচÐ শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় আত্রাইয়ের পথঘাট।শীতের কারণে অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।তবে জীবিকার তাগিদে শ্রমজীবীরা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন।এদিকে শ্রমজীবী নারীদের উল্লেখযোগ্য একটি অংশ কাজ করেন বাড়িতে ও বিভিন্ন ফসলের মাঠে।তারা জানান,শীতের মধ্যে ভোরে ঘুম থেকে ওঠে সংসারের কাজকর্ম সেরে কর্মস্থলে যেতে তাদের অনেক কষ্ট হয়।
স্থানীয়রা বলছেন, দিনের তুলনায় রাতে শীত বাড়ছে কয়েক গুণ।অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বৃদ্ধরা।ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও।
উপজেলার রায়পুর গ্রামের শ্রমজীবী নারী রহিমা বেগম জানান,খুব সকালে তাকে ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করে কর্মস্থলে যেতে হয়।কিন্তু কয়েক দিনের শীতে কর্মস্থলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।
সিএনজি চালক বেলাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, লাইট দিয়ে চলতে হচ্ছে।সকালবেলা গাড়ি নিয়ে বের হলেও শীতের তীব্রতা বৃদ্ধি থাকায় লোকজন কম থাকে।এজন্য তাকে গাড়ি নিয়ে বসে থাকতে হয়।
এজন্য এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকার সদয় হয়ে পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশাই করছেন তারা।
বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গতদিনের তুলনায় আজকের তাপমাত্রা আরও কমেছে ।ফলে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইয়ে যাচ্ছে।এছাড়া জেলায় তাপমাত্রা আরও নি¤œমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
নাজমুল হক নাহিদ আত্রাই,নওগাঁ