শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 06:06 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক: কেক কাটা, আলোচনা ও প্রীতিভোজের মধ্যদিয়ে পালিত হয়েছে জয়পুরহাট ব্যাটালিয়নে ২০ বিজিবি'র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্যাটালিয়নের ইউনিট প্রশিক্ষণ মাঠে ২০ বিজিবি'র অধিনায়ক লে, কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ পিএসসি এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি), অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার উত্তর-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লে, কর্ণেল মোঃ নাহিদ হোসেন (পিএসসি) পরিঃ লজিস্টিক রংপুর রিজিয়ন, লে, কর্ণেল এবিএম জাহিদুল করিম (এসি) অধিনায়ক ২৯ বিজিবি, লে, কর্ণেল আহসানুল ইসলাম (পিএসসি) অধিনায়ক ৪২ বিজিবি, কর্ণেল মোহাম্মদ মাহাবুবুল হক (এসজিপি), আফরোজা আক্তার চৌধুরী জেলা প্রশাসক জয়পুরহাট, মেজর মোঃ আলী আকবর আর্টিলারি এফআইজি রংপুর, মেজর তাসনিম রোকাইয়া রিয়া এ্যাডজুটেন্ট গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট, মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়পুরহাট, কে এম এ মামুন খান চিশতী অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট, মোঃ নাজমুল হক সিনিয়র এএসপি ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জয়পুরহাট র্যাব-৫, নুরুল হুদা সিনিয়র এএসপি জয়পুরহাট র্যাব-৫, মোঃ আব্দুল কাদের যুগ্ম পরিচালক এনএসআই, মিজানুর রহমান ভারপ্রাপ্ত কোম্পানি মাস্টার ২০ বিজিবি জয়পুরহাট, সুজন মিঞা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিমপুর সহ ২০ বিজিবির সদস্যরা।