বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 02:48 pm
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মোল্লা ইন্তেকাল করেছেন।গতকাল মঙ্গলবার রাত ১১:১৫ মিনিটের সময় খুলনা শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি প্রায় দুই সপ্তাহ আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে বরিশাল এবং পরে খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামায আজ রাষ্ট্রীয় মর্যাদা শেষে বুধবার জহুর বাদ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।