বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
18 Jan 2025 06:30 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের নবাবগঞ্জে শুভ বড়দিন উপলক্ষে উপজেলার খৃষ্টধর্মালম্বীদের সহিত শুভেচ্ছা ও মতবিনিময় সভা ও আর্থিক সহয়তা প্রদান।
মঙ্গলবার (২৪) তারিখ সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর ইসলাম রাজা ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তাদির হোসেন বকুল ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজ্জাদ আল মামুন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মশিউদ দৌলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুক্তি মাহফুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
পরে উপজেলা অডিটোরিয়ামে খ্রীষ্টানদের বড়দিন উপলক্ষে মোট ৮০ টি গীর্জায় বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।