বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
26 Dec 2024 11:24 am
প্রেস বিজ্ঞপ্তি:-গতকাল সোমবার চাঁদপুরের হাইমচর ঈশানবালা এলাকার মেঘনা নদীতে মেসার্স বৃষ্টি এন্টার প্রাইজের আল বাখারা নামক একটি জাহাজের চালকসহ ৭ জন জাহাজ শ্রমিককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে এই বর্বরোচিত হত্যাকান্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
নেতৃবৃন্দ বলেন,নৌপথ অপেক্ষাকৃত সাশ্রয় ও নিরাপদ মনে করে দেশের নিত্যপণ্যের একটা বড় অংশ প্রতিনিয়ত নৌরুটে জাহাজে করে আনা নেয়া হয়।কিন্তু এই বর্বরোচিত হত্যাকান্ড বুঝিয়ে দিয়েছে নৌ—শ্রমিকদের জীবনের নিরাপত্তাসহ নৌপথের নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি কতটা প্রকট।নেতৃবৃন্দ অবিলম্বে নৌ-পথের নিরাপত্তা জোরদার এবং এই হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছে।
বার্তা প্রেরক,(সাহিদা পারভীন শিখা)দপ্তর সম্পাদক,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র