বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
01 Jan 2025 09:40 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-বাংলাদশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলার নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত ব্যানার নিয়ে বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগ দেন।এতে মুহূর্তেই মিছিলের নগরীতে পরিণত হয় কুড়িগ্রাম শহর।
মঙ্গলবার (২৪শ ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় টাউন হল মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির নবাগত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সিনিয়র যুগ্ম আহবায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
সমাবেশে নবগঠিত আহবায়ক কমিটি আগামীতে সকল ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত আহবায়ক কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনকে বিএনপির ঘাঁটি হিসাবে তৈরি করে প্রতিটি আসন থেকে বিএনপির এমপি উপহার দিবেন মর্মে অঙ্গিকার ব্যক্ত করেন।