মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 05:35 pm
আদমদীঘির বীর মুক্তিযোদ্ধার ছেলে সিএনজি কিনতে গিয়ে নিখোঁজ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি থেকে দিনাজপুরে সিএনজি কেনার জন্য বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার ছয় দিন যাবত রহস্যজনক নিখোঁজ রয়েছে বীর মুক্তিযোদ্ধার ছেলে সিএনজি চালক নুর ইসলাম (৪৫)। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় সে জীবিত না মৃত কিংবা কোন ছিনতাইকারির কবলে পড়েছে কিনা এ নিয়ে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন। নিখোঁজ নুর ইসলাম আদমদীঘি উপজেলা সদরের কশাইগাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে।
নিখোঁজ নুর ইসলামের বড় ভাই আব্দুল মজিদ জানায়, নুর ইসলাম আদমদীঘিতে সিএনজি চালানোর পাশাপাশি পুরাতন সিএনজি কেনা বেচা করতো। সেই সুবাদে দিনাজপুরে জনৈক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে সে গত বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে বেশ কিছু অংকের টাকা নিয়ে আদমদীঘির কশাইগাড়ী বাড়ি থেকে দিনাজপুরের উদ্দেশ্যে বেড়িয়ে যায়। পরদিন শুক্রবার পর্যন্ত দিনাজপুর অবস্থান কালে পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরপর থেকে অজ্ঞাত কারনে অদ্যবদি ছয় দিন অতিবাহিত হলেও গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত তার সাথে আর কোন যোগাযোগ হয়নি। এমন কি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ঘটনায় থানায় অবহিত করা হলে নিখোঁজ নুর ইসলামের মোবাইল ফোনের শেষ লোকেশন ঢাকাতে পাওয়া যায়।
#
ছবিসহ
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- আদমদীঘি উপজেলার সান্তাহার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমান ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় সান্তাহার পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিদর্শন করে ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ও পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুনতান মাহমুদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল,সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু,সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল প্রমুখ।
সান্তাহার পৌরসভা প্রশাসক রুমানা আফরোজ জানান,লোকজনের বাসা-বাড়ির সামনে দিনের পর দিন বর্জ্য আবর্জনা পড়ে থাকতে দেখা যেত।সেগুলোর দুর্গন্ধে পথচারীদেও চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছিল।এসব ভোগান্তি এড়াতে পৌর শহরের মোড়ে,বাসা বাড়ির সামনে,গুরুত্বপূর্ন পয়েন্টে এই ভ্রাম্যমান ডাস্টবিন স্থাপন করা হয়।এতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে সান্তাহার একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে রূপ নিবে বলে প্রত্যাশা করছি।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি