মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 07:27 am
মামুন হাওলাদার ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানিতে খালে বিষ ঢেলে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা।সোমবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামের ছোরের খালে বিষ দিয়ে মাছ শিকার করে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি শীত মৌসুমে একাধিক দুর্বৃত্ত চক্র উপজেলার বিভিন্ন খালে রাতের আঁধারে বিষ দিয়ে মাছ শিকার করে থাকে।খালের পানিতে বিষ দেওয়ায় মারা পড়ে হাজার হাজার চিংড়ির রেনু পোনা সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ।
স্থানীয়দের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে মাছ শিকার করায় অধিকাংশ সময়েই অধরা থেকে যায় এসব অষাধু চক্র।গতকাল সোমবার রাতে পূর্ব চরবলেশ্বর গ্রামের ছোরের খালে বিষ দিয়ে মাছ শিকার করে নিয়ে গেলে আজ মঙ্গলবার ভোরে চিংড়ি মাছ সহ বিভিন্ন ছোট পোনা মাছ পানিতে ভাসতে দেখে নজরে আসে স্থানীয়দের।এ সময় দুপাড়ের বাসিন্দারা খালে নেমে পড়ে মাছ ধরতে।অসংখ্য চিংড়ির রেনু পোনা ও ছোট পোনা মাছ ভেসে উঠে খালের পানিতে।
স্থানীয় বাসিন্দা মো:সোহরাব হোসেন জানান, শীত মৌসুমে খালের পানি কমে গেলে অষাধু চক্র প্রতিবছর আমাদের এই খালে বিষ দিয়ে মাছ শিকার করে নিয়ে যায়।
স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য শামসুন্নাহর বেবি জানান,প্রতিবছর এভাবে মাছ শিকার করে নিয়ে যায় একটি চক্র।এ কারণে অনেক পোনা মাছ তো মরেই যায় তারপর বিষ দেয়ায় পানিরও সমস্যা হয়।