মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
15 Jan 2025 01:52 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার জাফর পাড়ায় এ ঘটনাটি ঘটে।উক্ত জাফর পাড়া গ্রামের শাহীন মিয়ার (১১) মাসের শিশু কন্যা তাসফিয়া আক্তার বলেন জানা যায়।
স্থানীয়রা জানান,তাসফিয়া আক্তারের বাবা-মা ঢাকায় থাকেন। ঢাকা থেকে কয়েকদিন আগে তারা বাড়িতে এসেছে ধান সিদ্ধ করা জন্য।ঘটনার দিন সকালে শিশু টিকে বাড়িতে রেখে মা সিদ্ধ ধান রোদে দেয়ার জন্য যায় এবং সেখান থেকে এসে দেখেন পানি ভর্তি বালতির মধ্যে শিশু কন্যা পরে আছে।শিশু টিকে ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে।
মোঃ আকতারুজ্জামান রানা
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি