মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
26 Dec 2024 10:18 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নাগরিকদের মাঝে উন্নত মানের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৪ডিসেম্বর)সকাল ১০ টায় উপজেলার জয়পুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক জানে আলমের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এ এস এম রফিকুল ইসলাম।
এদিন জয়পুর ইউনিয়নে ৪০৮০(চার হাজার আশি) জন ভোটারকে স্মাটকার্ড দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার ৯ টি ইউনিয়নের ১৫৮০৫২ (একলক্ষ আটান্ন হাজার বায়ান্ন) ভোটারকে স্মাটকার্ড বিতরণ করা হবে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন,রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার কামরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রাফিদ মোস্তফা, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আঃ ওয়াদুদ, ১নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল সহ অনেকেই।