মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 09:43 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার উজ্জল মিয়ার বালু মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ত্বকী ফয়সাল তালুকদার।
সোমবার দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের জয়ন্তীপুরে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভুমি) ত্বকী ফয়সাল তালুকদার বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০-এর বিধি মোতাবেক এই জরিমানা আদায় করা হয়েছে।এ সময় সতর্ক করে দেওয়ালে নোটিশ ঝুলানো হয়েছে পরর্তীতে একই অপরাধ সংগঠিত হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা ২ বছরের জেল প্রদাণ করা হবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি