সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 06:03 pm
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুই ইজিবাইকের চাপায় জামালপুর থেকে প্রকাশিত পল্লী কন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীন সাংবাদিক নুরুল হক জঙ্গি (৭০) সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছন।শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাডে ছয়টার সময় পত্রিকার অফিসে যাবার সময় শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন ।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।ময়মনসিংহ নেয়ার সময় রাস্তায় মৃত্যু বরণ করেন।
নিহত নুরুল হক জঙ্গি মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের বাসিন্দা।তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ।
পরদিন প্রয়াত প্রবীণ সাংবাদিক নূরুল হক জঙ্গি প্রথম জানাজা জামালপুর শহরের চামড়া গুদাম মোড় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের স্মৃতিচারণ করেন,জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মো,আহসানুজ্জামান রুমেল,জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো,হারুন অর রশিদ,জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব নূুরল আলম সিদ্দিকী,সাংবাদিক শওকত জামান,সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও জামালপুর জেলা জাসদের সভাপতি আমির হোসেন প্রমূখ।ওই দিন দুপুর দুইটায় মরহুমের মেলান্দহের নাংলা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
ওই খানেও মরহুমের স্মৃতিচারণ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক,জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাাফিজুর রহমান বাবুল,মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,উপজেলার সাবেক চেয়ারম্যান কিসমত পাশা,নাংলা ইউনিয়নের চেয়ারম্যান ইসমত পাশা,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,মেলান্দহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেরউল্লা,মেলান্দহের ইত্তেফাকের সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ।জানাজা শেষে মরহুমের লাশ পারবারিক কবরস্থানে দাফন কর হয়েছে।