রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
10 Jan 2025 01:18 pm
গত শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ আছর সারিয়াকান্দি থানার হাট ফুলবাড়ী ইউনিয়নের ঘাটপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করে।মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আবুল হোসেন, অবঃ শিক্ষক,নারচী মাজেদা রহমান উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড ঢাকা। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বদিউজ্জামান আকন্দ, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম।
মাহফিলের পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ তারাজুল ইসলাম ফনি, সিনিয়র যুগ্ম-আহবায়ক সারিয়াকান্দি উপজেলা যুবদল।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়াজ মাহফিল হল সর্বসাধারণের জন্য আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। যেখানে ইসলামিক জ্ঞানগর্ভ নিয়ে আলোচনা হয়। মানুষের ধর্ম সম্পর্কে জানার ইচ্ছা থেকেই শীত উপেক্ষা করে এসব মাহফিল অংশ নিয়ে থাকেন। আপনাদের সাধারণ মানুষের ধর্মের প্রতি হৃদয়ের টান সত্যি প্রশংসনীয়।ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিলের মাধ্যমে আলেমেরা ইসলামের বাণী ও শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং দিচ্ছেন।ঈমানদার যোগ্য ও দায়িত্ব সম্পূর্ণ নাগরিক তৈরিতে ওয়াজ মাহফিলের ভূমিকা অসামান্য।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, বিগত দিনগুলোতে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে কর্মরত দায়িত্বের কারণে বিভিন্ন সময় বাধা প্রধান করতে হয়েছে।যা ছিল আমাদের জন্য খুব কষ্টদায়ক। বর্তমানে সময় এসেছে স্বাধীনভাবে এই সকল ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার এবং ধর্মীয় শিক্ষা দ্বারা প্রত্যেকেরই নৈতিক শিক্ষার বিকাশ ঘটানো। এ সময় তিনি বলেন ধর্মীয় আলোচনা থেকে শিক্ষা নিয়ে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এই প্রত্যাশা রাখি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ক্বারী সিয়াম হোসেন বাস্তববাদী, বগুড়া। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওঃ মোঃ আলী আজগর,শেরপুর বগুড়া। তৃতীয় বক্তা হাফেজ মাওঃ
মোঃ আব্দুল কাহ্হার,পরিচালক,দারুল কোরআন একাডেমি,বগুড়া।
এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলের মোনাজাতে সকলের জন্য দোয়া করা হয়।
উক্ত ওয়াজ মাহফিলের আয়োজন করেন অত্র মসজিদ কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা,সাধারণ সম্পাদক মোঃ হইবর আকন্দ।