শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 09:00 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার গোবিন্দগঞ্জে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সা’আদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার ওলামা মাশায়েখ,দাওয়াতে তাবলিগের সর্বস্তরের সাথি ও তৌহিদি জনতা’র আয়োজনে শহরের মদিনা মারকাজ মসজিদ থেকে বের হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে মাওলানা আলহাজ্ব মোশারফ হোসাইনের সভাপতিত্বে ও মাওলানা আকরাম হোসেন রাজুর সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি তোহিদুল ইসলাম তুহিন, মুফতি আতাউর রহমান,হাফেজ আব্দুল মমিন, মাওলানা মীর খায়রুল ইসলাম, হাফেজ মুফতি এনামুল হাফিজসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন। সেই সাথে বাংলাদেশে সা’আদপন্থীদের সকল কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান।