শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 12:15 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজারে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ২৩২ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। তবে এ সময় কাউকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদফতরের গাইবান্ধার সহকারী পরিচালক হেদায়েতুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে বিচারকের দায়িত্বে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জসিম উদদীন চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর গাইবান্ধার সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম জানান, জেলায় পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে ধাপেরহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বাজারের ব্যবসায়ী আজাদুল ইসলামের গুদাম থেকে ২৩২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় তাকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদদীন চৌধুরী জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের সময় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম শিপন, ধাপেরহাট বাজার বণিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ মিলন এবং সাধারণ সম্পাদক খালেক মণ্ডল উপস্থিত ছিলেন।
জানা গেছে,স্থানীয় ব্যবসায়ী ও বাজারে আসা একাধিক ক্রেতার অভিযোগ, দীর্ঘদিন ধরে চিহ্নিত কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত। এসব ব্যবসায়ী কখনও গুদামে, কখনও নিজ বাড়িতে পলিথিন মজুত রেখে গোপনে ব্যবসা করছেন। দ্রুত জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পলিথিন উৎপাদনের কারখানা বন্ধের দাবি জানিয়েছেন তারা।