বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
01 Jan 2025 12:46 pm
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের জাজিরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকালে জাজিরা টিএন্ডটি মোড়ে জাজিরা উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল ও মহিলা দলের সার্বিক তত্ত্বাবধানে এবং দিবস উদযাপন কমিটি'র আয়োজন উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও উক্ত বিজয় দিবস উদযাপন কমিটি'র আহবায়ক হাজী মোঃ মোজাম্মেল হক মিন্টু সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদার।প্রধান বক্তা ছিলেন,শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য কে.এম জামাল উদ্দিন বিদ্যুৎ।বিশেষ বক্তা ছিলেন,শরীয়তপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্লা।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন,উক্ত বিজয় দিবস উদযাপন কমিটি'র যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবু আলেম ফকির, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকন ঢালী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোল্লা মোঃ নাসির উদ্দিন, সদস্য সচিব হারুন বেপারী, শ্রমিক দলের সভাপতি সিদ্দিক মল্লিক,সাধারণ সম্পাদক আকন মোঃ দ্বীন ইসলাম, পৌরসভা কৃষক দলের আহবায়ক জসিম বেপারী,সদস্য সচিব আক্কাস শেখ, জেলা মৎসজীবী দলের সদস্য সচিব রাসেল, যুবদল নেতা উয়িলিয়াম খান, তপু ঢালী, জামাল,জেলা ছাত্রদল নেতা ইসহাক সরদার, সাব্বির, জাজিরা উপজেলা ছাত্রদলের আহবায়ক এমএম মনিরুল ইসলাম মনির, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন ফরিদ, রায়হান খান তপু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাহস সরদার, কলেজ শাখা ছাত্রদল নেতা সোহাগ বেপারী, জিয়াদ কাজী, পৌরসভা ছাত্রদল নেতা জয় বেপারী, সৌরভ চৌকিদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।