বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
08 Jan 2025 12:07 am
মামুন হাওলাদার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে স্থানীয় মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইন্দুরকানী ঔষধ ব্যবসায়ী সমিতির আহবায়ক ডাঃ অমল কৃষ্ণ সাহা তালুকদারের সভাপতিত্বে ও মাওলানা মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইন্দুরকানী বাজারের কোহিনুর মেডিকেল হলের স্বত্তাধিকারী ডাঃ মিজানুর রহমানকে সভাপতি এবং ঘোষেরহাট বাজারের বিসমিল্লাহ মেডিসিন হাউজ এর স্বত্তাধিকারী কামরুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট ইন্দুরকানী উপজেলা ঔষধ ব্যসায়ী কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ হারুনুর রশিদ, বক্তব্য রাখেন জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাক মোঃ আছাদুজ্জামান মিরাজ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী,ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান,এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ এনামুল হক,ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমান,ইউনুস আলী, সুনীল কৃষ্ণ শীল,ইদ্রিস আলী প্রমুখ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন হাট বাজারের প্রায় শতাধিক ঔষধ ব্যবসায়ী অংশগ্রহন করেন।