বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
10 Jan 2025 03:34 pm
মামুন হাওলাদার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ,এম ফারুক হোসাইন ভয়ভীতি ও হুমকি দেন মোঃ মামুন হাওলাদারকে।ইন্দুরকানী প্রেসক্লাবের নির্বাচনের জন্য কাগজপএ যাচাই বাছাইয়ের জন্য তিনজন সিনিয়ার সাংবাদিক নিয়োগ করা হয়।তারা জুলাই মাস ব্যাপী কাগজপএ দেখেন ২৫ জনের কাগজপএ সঠিক বলে মনে করেন।
২১/৭/২০২৪ ইং তারিখে বাছাই কমিটির তালিকায় উক্ত সাংবাদিক ২৫ নং ক্রমিকে অন্তভুক্ত আছি।কিন্তু চুড়ান্ত ভোটার তালিকায় অন্তভুক্ত নাই।এই ব্যাপারে ১১/১১/২০২৪ ইংতারিখ ইন্দুরকানী উপজেলা নির্বাহী বরাবর আবেদন।১২/১১/২০২৪ ইং তারিখ জেলাপ্রশাসক পিরোজপুর বরাবর আবেদন।২৭/১১/২০২৪ ইং তারিখ ইন্দুরকানী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।প্রিজেইটিং দায়িত্ব পালন করেন চন্দন রায়।
সভাপতি পদে নির্বাচন করেন দুইজন প্রার্থী মোঃ এইচ,এম ফারুক হোসাইন এবং খান মোঃ নাসির উদ্দিন।ইন্দুরকানী প্রেসক্লাবের সদস্যরা বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ী করেন খান মোঃ নাসির উদ্দিন কে।আমি মোঃ মামুন হাওলাদার খান মোঃ নাসির উদ্দিন এর পক্ষে কাজ করার কারনে,।
আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেন।১৩/১২/২০২৪ ইং তারিখ ইন্দুরকানী প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদকের সামনে আমার নামে ইন্দুরকানী থানায় সাধারন ডায়রী করেন বলে জানান।এখন পর্যন্ত ইন্দুরকানী থানাথেকে কেউ মোবাইল করেন নাই।
২৭/১১/২০২৪ ইং তারিখ ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য মোঃ আছাদ হোসেন বাচ্চু তিনি আমাকে নিয়ে বিপদে আছেন বলে জানান।আমি তার কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি উওর না দিয়ে এড়িয়ে যান।
আমার কোনও সমস্যা হলে এই দুই জন ব্যক্তি দায়ী থাকবেন।