বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
01 Jan 2025 08:16 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৪দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা। তিনি বলেন গ্রামগঞ্জের মানুষের নির্মল বিনোদনের মাধ্যম হচ্ছে ঘোড়দৌড় প্রতিযোগীতা। গ্রামীন এই বিনোদন এখন উৎসবে পরিনত হয়েছে। অতিতের ন্যায় আগামিতেও এটি অব্যাহত রাখতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের ওমরপাড়া গ্রামে উদ্বোধনী অনুষ্ঠান বিলচাপড়ী-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখার আলম দুলাল এর সভাপতিত্বে ও ছাত্রনেতা আশাদুজ্জামান গাড্ডু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, সুঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জেহাদ। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসিম উদ্দিন মন্ডল, যুবনেতা আইয়ুব আলী মন্ডল, নুরুন্নবী হাসান পিটু, শাজাহান ভূইয়া, শ্রমিক নেতা শওকত খন্দকার, রাজু মোল্লা, জানে আলম মিন্টু, রানা, রাশেদুজ্জামান রাশেদ, সুলতান মাহমুদ, ইউনুস, আবুল কালাম, হামিদুর রহমান রাজু, শাহিন সরকার, সজিব রানা, আব্দুল হামিদ, কদম আলী, রেজাউল করিম প্রমুখ। উদ্বোধনী খেলা অংশগ্রন করে সোনার বাংলা-ওয়ারেস, কিরনমালা-আলিফ, মেহেদি-মিলন, বেঈমান-ফরহাদ।