বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 04:19 pm
৭১ভিশন ডেস্ক:- মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় স্ট্রান্ডেড পিপুল’স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার রাতে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন এসপিজিআরসি বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি শাহনেওয়াজ খান হিরু,সহ-সভাপতি শেখ ওমর ফারুক, আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খান, আব্দুল হান্নান সিদ্দিকী, প্রচার সম্পাদক আফরোজ আলম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসনাইন, বার্তা সম্পাদক কামরুজ্জামান ভূলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কালাম, কার্য নির্বাহী সদস্য মোঃ তাসাউয়ার, মাহফুজ আলম, মাহাতাব হোসেন গুড্ডু, ইবরার আলী ভুট্টু, মোঃ ইবরার হোসেন মুন্না, আইনুল, মক্কী মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোঃ তাজ উদ্দিন, ব্যবসায়ী জিলানী, শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সুজন প্রমুখ।
উর্দুভাষী জনগোষ্ঠীর সংগঠন এসপিজিআরসি বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা মন্ডলীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট নতুন করে বাংলাদেশ বিজয় অর্জন করেছে। এই বিজয় অর্জন করতে গিয়ে আবু সাঈদ ও মুগ্ধদের মত যে সকল ছাত্র-জনতা নিজের তাজা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন তারা চির স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি।