বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 09:42 pm
৭১ভিশন ডেস্ক:- লাল তীর সীড লিমিটেড বাংলাদেশে ফুলের বাজারে নিয়ে এসেছে ইউরোপের প্রসিদ্ধ ও সুগন্ধী লিলিয়াম ফুল। যা ফুল পিপাসুদের মনোরঞ্জক এক শুভবার্তা।এটি ফুল চাষী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সহায়ক হবে।
এরই আলোকে বগুড়ায় ফুল চাষী ও ফুল ব্যবসায়ীদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রীন নার্সারী চত্বরে লাল তীর সীড লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে গ্রীন-১ এর জিএম মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,লিলিয়াম ফুল বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।নতুন প্রজন্ম বা ফুলপ্রেমীদের জন্য বিষয়টি শুভবার্তা বয়ে আনবে।বাংলাদেশের ফুলের জগতে লালতীরের নতুন সংযোজন লিলিয়াম ফুল।যা বিদেশ থেকে আমদানী করে আনতে হয়।সেইক্ষেত্রে লালতীরের স্বপ্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় লিলিয়াম ফুলের চাষ এবং নতুন বাজার সৃষ্টি করা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় নার্সারী ও কৃষক পর্যায়ে প্রদর্শনী স্থাপন করেছে এই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড বগুড়ার ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান,সিনিয়র ম্যানেজার (পিডিএস) মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল করিম,শাজাহানপুর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বাশার, বগুড়া ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ দাস,ফুল চাষী গোলাম রসুল কাজল,জান্নাতুল ফেরদৗস জনি,রেজোয়ানুল ইসলাম প্রমুখ।
লাল তীর সীড লিমিটেড বগুড়ার সিনিয়র ম্যানেজার (পিডিএস) মোঃ জহুরুল ইসলাম জানান, লাল তীর সীড বাংলাদেশে ফুলের বাজারে নিয়ে এসেছে লিলিয়াম ফুল।বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করে বিগত কয়েক বছর ধরে ইউরোপের জনপ্রিয় ফুল লিলিয়াম নিয়ে গবেষনা শুরু করে এই প্রতিষ্ঠান। নেদারল্যান্ড থেকে বীজ এনে বাংলাশের মাটির সাথে এর ম্যাচ হবে কিনা শুরু করে পরীক্ষা নিরিক্ষা।নিজস্ব পরীক্ষায় পর এর সফলতার মূখ দেখে লাল তীর সীড লিমিটেড।এর ফলশ্রæতিতে পরীক্ষামূলকভাবে বগুড়াসহ
দেশের বিভিন্ন এলকায় ফুলের নার্সারী ও ফুল চাষিদের মাধ্যমে প্রদর্শনী প্লট শুরু করে লাল তীর সীড লিমিটেড।
তিনি আরো জানান, লিলিয়াম সাধারণত শীত প্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণ নিয়ে ফুটতে দেখা যায়। ফুলের বর্ণচ্ছটা অনেকটা আকর্কশনীয় এবং চোখের পুঁতি স্থির করার মতো। এর গায়ে এতো সুন্দর অঙ্কন যা দেখলে মনে হবে কোনো শিল্পী তার ফুলের গায়ে নানা রং দিয়ে চিত্র এ্যাঁকে রেখেছেন। পাশাপাশি এর মিষ্টি গন্ধ ফুল প্রেমীদের আকৃষ্ট করে।