মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 03:31 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- ১৬-১২-২০২৪ কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার রাতে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও কেন্দ্রীয় শহীদ মিনার, রেলষ্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২ শত অসহায়, দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক উওম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া পারভীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসীম উদ্দিন ও সাংবাদিকবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান সমগ্র জেলা ব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।