মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 03:13 pm
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার:-জামালপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার(১৬ ডিসেম্বর )সূর্যোদয়ের সাথে সাথে মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।এ উপলক্ষে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ট সন্তান বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসক হাছিনা বেগমের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
এরপর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্মকর্তা মৌসুমি খানম, সির্ভিল সার্জন ডা. ফজলুল হক,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, জামালপুর প্রেস ক্লাব,সচেতন নাগরিক কমিটিসহ (সনাক) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে শহরের জিলা স্কুল মাঠে বিজয় মেলা, জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।