মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
01 Jan 2025 12:51 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।সুর্য্যদয়ের সাথে সাথে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।
এরপর স্মৃতি স্তম্ভে একে একে পুস্পমাল্য অর্পন করা হয়। , উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।
বেলা ৮ টায় পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।