রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 12:50 am
স্টাফ রির্পোটার:- চাঁদপুর জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে সমন্বিত রাখার লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর রোববার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার আয়োজনে শহরের পৌর পুরাতন বাসস্টান্ডে এই বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ ক,জন সমন্বয়ক বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পতন করেছি। তার মানে এই নয় যে আমরা এক স্বৈরাচারের পতন ঘটিয়ে আরেক স্বৈরাচারকে জায়গা করে দিবো। কাজেই আপনারা সাবধান থাকুন। আমরা চাঁদপুরে কোন প্রকার বিশৃঙ্খলা চাইনা। কোন হামলা, লুট পাট, সাধারণ মানুষকে হুমকি, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করবেন এমনটা আমরা কোন স্বৈরাচারকে করতে দিবোনা। কারন
আমাদের আন্দোলনে জড়িয়ে আছে আবু সাইদ ও মুগ্ধ সহ অসংখ্য শহীদের রক্ত। তাদের রক্তকে আমরা বৃথা যেতে দিবোনা। আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে সমন্বিত রাখতে প্রয়োজনে আরো একবার যুদ্ধ করবো। আরো একবার রক্ত দিবো। তবুও কোনো স্বৈরাচারকে রাজত্ব করতে দিবোনা।
বিকেল ৩ টা থেকে এই সমাবেশ শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন সমন্বয়কের বক্তব্য এবং বিভিন্ন শ্লোগানে, শ্লোগানের মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত চলে এই বিক্ষোভ ও সংহতি সমাবেশ।