রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
02 Jan 2025 01:24 am
প্রেস বিজ্ঞপ্তি:- অদ্য ১৫ই ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা বানোয়াট অতিরঞ্জিত অপপ্রচার, ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসন ও সম্প্রসারণবাদ নীতির প্রতিবাদে নতুন বাজার বারিধারা জামিয়া মাদ্রাসার সামনে মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি পেশ করা হয়।
বিক্ষোভ মিছিল-পূর্বক মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুসলিম সমাজে চেয়ারম্যান ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন বলেন, গত ১৫ বছর ভারতের দোসর স্বৈরাচার শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে অনেকগুলো দেশ বিরোধী গোলামী চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তিগুলো বাস্তবায়ন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে যাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দ্রুতই চুক্তিগুলো জাতির সামনে প্রকাশ করা হোক। শেখ হাসিনা নিজেই বলেছে “ভারতকে আমি যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে”। এই কথা থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যায় তিনি ভারতের সাথে দেশ বিরোধী অনেকগুলো গোলামী চুক্তি করেছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।
তিনি আরো বলেন, ভারত কখনোই আমাদের সাথে প্রতিবেশীসুলভ আচরণ করেনি। তারা সব সময়ই আমাদের উপর আধিপত্য বিস্তার করে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। সীমান্তে পাখির মত গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করে, বর্ষা মৌসুমে বাঁধ ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করে আমাদের পানি দিয়ে ডুবিয়ে মারে গবাদিপশু সহ ফসলের ব্যাপক ক্ষতি করে আর শুকনো মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখে। এভাবে তারা আমাদের উপর পানির আগ্রাসন চালায়। আমাদের রাজনীতি, অর্থনীতি, বিচার বিভাগ, ব্যবসা—বাণিজ্য শিক্ষা—সংস্কৃতি সর্বক্ষেত্রে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে। আমি আহ্বান জানাবো তাদের এই হীন মনমানসিকতা পরিবর্তন করে আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ ও পানির সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার প্রমখ।
বার্তা প্রেরক,মফিজুর রহমান লিটন,সদস্য সচিব,আধিপত্য প্রতিরোধ আন্দোলন