শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
01 Jan 2025 11:50 am
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর রাণীনগরে একদিনের ব্যবধানে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার গোনা ইউনিয়নের লক্ষীপুর মদন শহর গ্রামের কৃষক একরামুল হকের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রাম থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে।একরামুল ওই গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
একরামুল হোসেনের স্ত্রী পলেন আক্তার জানান, বাড়ীর মধ্যে গোয়াল ঘরে গরু রেখে রাতে ঘুমিয়ে পরেন। রাত দেড়টা নাগাদ ঘুম থেকে ঘরের বাহিরে এসে দেখতে পান চোরেরা গোয়াল ঘর হতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার সর্বরামপুর গ্রামের কৃষক আসাদুল ইসলাম বাঘার গোয়াল ঘরের তালা কেটে দুটি এবং একই গ্রামের দশরত আলীর ছেলে কৃষক ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গরু চুরির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।লিখিত অভিযোগ পেয়েছি।দ্রæত গরু উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।