শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
26 Dec 2024 01:14 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগদান করবেন নিশাত এ্যঞ্জেলা।
বুধবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা পেশাগত দক্ষতা, শৃঙ্খলাবোধ ও সততার নিদর্শন হিসাবে বাংলাদেশ পুলিশের ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।এর আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরের পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) এবং পুলিশ সুপার (প্ল্যানিং এন্ড অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া এসপি নিশাত এ্যঞ্জেলা এপিবিএন হেডকোয়ার্টার্সে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কোর্সের পরিচালক হিসাবে কাজ করেছেন।