শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
27 Dec 2024 12:03 am
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলা হানাদার মুক্তদিবস উপলক্ষে এলাকার বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আদমদীঘি প্রেসক্লাবে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও প্রেসক্লাব সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা দিন গুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য (অব:)কাবিল উদ্দিন, পুলিশ সদস্য (অব:)আলিমুদ্দিন,তহির উদ্দিন,মনসুর রহমান, ফজলুর রহমান ফেরদৌস,আবেদ আলী,আফজাল হোসেন,হৃদয় চন্দ্র বর্মন,ইসমাইল হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহসভাপতি বেনজীর রহমান,সাংবাদিক হেদায়েতুল ইসলাম উজ্জল,আবু মুত্তালিব মতি,মিজানুর রহমান,মমিন খান প্রমুখ।
সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বক্তব্য শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি