শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
06 Jan 2025 02:37 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- সাংবাদিকদের রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হয়।একজন সাংবাদিক জনমত তৈরিতে যতটা ভুমিকা পালন করে তার চেয়ে বেশি ভুমিকা পালন করেন সুন্দর ও স্বচ্ছ রাষ্ট্র গঠনের।একটি দুর্নীতি মুক্ত, অপরাধ মুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম।
সেই লক্ষ ও উদ্দেশ্য নিয়ে পলাশবাড়ী উপজেলার সাংবাদিকতার জগতে পা রেখেছেন কয়েকজন তরুন উদীয়মান সাংবাদিকদ্বয়।
সাংবাদিক পেশায় নাম লেখালেন যারা, রবিউল ইসলাম লিয়াকত ও সাগর সরকার মিনু,দুলাল সরকার, সাংবাদিক পুতণ রাজিবুল হাসান নুর,শাহিন,গোলজার।
লিয়াকত কাজ করছেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনায় সাগর সরকার কাজ করছেন,রাজিবুল হাসান নুর অনলাইন পোর্টাল এ দুলাল সরকার ও শাহিন স্থানীয় পত্রিকায় কাজ করেন।
শেখ হাসিনা সরকার পতনের পর পলাশবাড়ী সাংবাদিকতা জগতের যখন হ- য- ব- র অবস্থা ঠিক সেই সময়ে আবিরভাব হলেন উদীয়মান সাংবাদিক মিডিয়ে গজতে পা রাখায় সচেতন পলাশবাড়ীবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে।তারা মনে করে এই নতুন সাংবাদিকই পারবে পলাশবাড়ী সাংবাদিকতার ভাব মুর্তি ফিরিয়ে আনার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি করতে।
সাংবাদিকতা পেশায় আসার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকরা জানান দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে এই পেশায় এসেছি।
তরুন উদীয়মান সাংবাদিকরা সাংবাদিক জগতে আসায় অভিনন্দন জানিয়েছেন পলাশবাড়ীর সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক পাপুল সরকার।