শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 07:21 am
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চল, ইএলএসআরপি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ হল রুম অ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়। স্থানীয় সম্পদে গ্রামীণ নিরাপত্তা জাল/অভিযোজন উদ্যোগ গ্রহণের জন্য অ্যাডভোকেসি উদ্যোগ।এতে সভাপতিত্ব করেন,ভীমখালী ইউপি চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান তালুকদার, কারিতাস বাংলাদেশ এর ইএলএসআরপি প্রকল্পের এফএফ কল্যাণব্রত তালুকদার এর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা স্বপন নায়েক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: আবুল কাশেম। বিশেষ অতিথি, জামালগঞ্জ উপজেলার বিআরডিবি কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উপজেলা কৃষি সহকারী অফিসার রিয়াজ হাসন, যুব উন্নয়ন সহকারী অফিসার একেএম শামছুল হক, সাচনা বাজার ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আতাউর রহমান, ইউপি সদস্য সমির উদ্দিন,সিএনআরএস এর এসআরএসপি প্রকল্পের উপজেলা ম্যানেজার মো: জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। এতে অংশগ্রহণ করেন সরকারী,এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এফএফ ও সদস্য বৃন্দ।
প্রকল্পের নাম, সুনামগঞ্জ জেলার হাওর (জলাভূমি) এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা বহুমুখীকরণ ও জলবায়ু সহনশীল প্রকল্প (ELSRP)। প্রকল্পটি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপ-জেলার দরিদ্র এবং বিশেষ করে দরিদ্র বাঙ্গালী জীবনযাত্রারমানের উন্নতিসাধনে ভূমিকা রাখা হচ্ছে প্রকল্পেটির উদ্দেশ্য।জামালগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ৪০টি গ্রামের ৪০০০ বাড়ির এই উন্নত স্যানিটেশন এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করতে পেরেছে।প্রাকৃতিক দুর্যোগ সহনশীল কার্যক্রমের মাধ্যমে তাদের আয়ের সুযোগ।প্রকল্পটি ১৪ জানুয়ারি ২০২৭ এর মধ্যে শেষ হবে।
প্রকল্পের কার্যক্রম,উন্নতচুলা প্রদান, হাত যোয়ার সুবিধা/ডিভাইসসহ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, হাত ধোয়ার সুবিধা/ডিভাইসসহ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন মেরামত, কমিউনিটি পর্যায়ে বীজ ভান্ডার স্থাপন,কমিউনিটি পর্যায়ে বিক্রয় ও তথ্য সেবা কেন্দ্র স্থাপন,জলবায়ু সহনশীল মাঠ ফসল সহায়তা ইতৌাদি।