শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 05:57 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সদস্য সাথী আক্তার এর 'সাথী ফ্যাশান হাউজ' এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় মাদ্রাসা মার্কেটে সাথী ফ্যাশান উদ্বোধন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি ও সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম, শাপলা আক্তার সহ আরও অনেকে।
নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার মনি বলেন, আমরা আজকে আমাদের সদস্য সাথী এর ফ্যাশান উদ্বোধন করার জন্য এসেছি। তার স্বামী একজন সাংবাদিক। তার যথেষ্ট সাপোর্ট আছে এতে আমি খুশি এবং সাথীর কালেকশন আমার খুব পছন্দ।
সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম বলেন, মানুষের একটা ভূল ধারণা আছে যে মেয়েরা কিছু পারে না।শুধু রান্না বান্না ও ঘর বাড়ি সাজ গোছ করতে পারে।এখান থেকে আমাদের বাহির হয়ে আসতে হবে। সাথী তার মেধা কাজে লাগিয়ে প্রতি মাসে এখান থেকে দশ-বিশ হাজার টাকা উপার্জন করতে পারবে।
সাথী আক্তার বলেন, আমি নারী উদ্যোক্তা ফোরামের একজন সদস্য। আমি নারী পুরুষ ও বেবীদের কিছু কালেকশন নিয়ে যাত্রা শুরু করলাম। আমার স্বামীর যেহেতু সাপোর্ট আছে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ!