শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
04 Jan 2025 07:22 am
ফিরোজ হোসেন বদলগাছী,(নওগাঁ)প্রতিনিধিঃ-নওগাঁর বদলগাছীতে চাংলা দারুল উলুম মাদ্রাসা'র উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাদ আছর বদলগাছী উপজেলার চাংলা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার একাধিক যুবক ও মাদ্রাসা'র উদ্যোগে ৪৬তম বারের মতো ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলে ৫০/৬০ জন কুরান শিক্ষার্থী কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা ইসলামিক গজল, সূরা, কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে বদলগাছী উপজেলার চাংলা গ্রামের দারুল উলুম মাদ্রাসা'র সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আহসান হাবীব (কুয়েল) এর সভাপতিত্বে- মাহফিলে বিশেষ আলোচক মাওলানা নরুল ইসলাম আরেফি, মুহতামিম, নিশ্চিতপুর জামেউল মাদ্রাসা।
প্রধান আলোচক মাওলানা মুফতি মুসলিম উদ্দীন আফসারী রহমান, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম আন্তর্জাতিক বিমানবন্দর,ঢাকা। খতিব জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদ টঙ্গী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমির জাহাঙ্গীর আলম, উক্ত মাদ্রাসা'র সহ- সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ।অত্র মাদ্রাসা'র সকল কুরান শিক্ষার্থী কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরাসহ মাদ্রাসা'র একাধিক হাফেজ।
আরও উপস্থিত ছিলেন- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ- সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসলিম নারী-পুরুষ সহ অত্র এলাকার সর্ব স্তরের জনসাধারণ।
ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে বক্তারা আল্লাহর আদেশ ও নবীর দেখানো পথ মেনে চলার জন্য কুরান ও হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা পেশ করেন।বক্তারা মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়।