বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
20 Nov 2024 08:27 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ- চেক ডিজঅনার মামলায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে ২০১৮ সালের ইসলামি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় বগুড়ার অর্থ ঋন আদালত কর্তৃক ২০২০ সালে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৯০ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলা নং সিআর ১০৯/১৮।সে দীর্ঘ দিন পলাতক ছিল। গত সোমবার (১৮ নভেম্বর) বগুড়া অর্থঋন আদালতে মিজানুর রহমান আত্মসোমপন করলে আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেন দেন।উক্ত মিজানুর রহমান আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা থানায় ছিল।সে আদালতে আত্মসমোপণ করায় গতকাল মঙ্গলবার সেই গ্রেপ্তারি পরোয়ানা আদালতে ফেরত দেয়া হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি