মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
19 Nov 2024 04:20 am
চাঁদপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট খারাপ হওয়ায় অভিমান করে ২৩ বছর বয়সী সাবিয়া তাপছুন ছোঁয়া নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
১৮ নভেম্বর সোমবার বিকেলে চাঁদপুর শহরের গুয়াখোলায় শাহজাহান মোল্লার বাড়ির দ্বিতীয় তলায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া ও এস আই মকবুল ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত সাবিয়া তাপছুন ছোঁয়া গুয়াখোলার বাসিন্দা শাহাবুদ্দিন পাটোয়ারীর মেয়ে।তার বাবা পুরান বাজার ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও মা নাহার সুলতানা ছোট হাসান আলী স্কুলের শিক্ষিকা।
ঘটনার দিন বিকেলে ছোঁয়ার বাবা শাহাবুদ্দিন পাটোয়ারী বাসায় এসে দরজা আটকানো দেখে জালনা ভেঙ্গে ভিতরে ঢুকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পায়।
এই ঘটনা জানতে পেরে এলাকার শত শত মহিলা পুরুষ এসে ভিড় জমায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ভাড়া নিয়ে আসে।
নিহতের পরিবার জানায়, অনার্সের রেজাল্ট খারাপ করায় অভিমান করে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরকম কাজ করবে তা পরিবারের কেউর জানা ছিল না।তবে রেজাল্ট খারাপ করায় সে মানসিকভাবে ভেঙে পড়ে।এরকম ঘটনা যেন কারো পরিবারে না ঘটে তাই অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বজনরা।
পুলিশ জানায়, ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় তারা এডিএম এর বরাবর দরখাস্ত করেছে।পরে ময়নাতদন্ত ছাড়া লাশটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।
রেজাল্ট খারাপ করায় এই রকম সিদ্ধান্ত নিয়েছে মেয়েটি তা কাম্য নয়।সাবিয়া তাপছুন ছোঁয়া তারা এক ভাই এক বোন। একমাত্র মেয়েকে হারিয়ে পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।এই ঘটনায় পরিবারের মাঝে শোকের মাতন বইছে।