রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
19 Nov 2024 04:28 am
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়- ঘন কুয়াশায় ঢেকেছে হিমালয়ের পাদদেশে উত্তরের শেষ সীমান্ত জেলা পঞ্চগড়। ঘন কুয়াশায় হিমেল হাওয়ায় তীব্র হচ্ছে শীত।পঞ্চগড়ে দুপুর ১২ টা নাগাত সূর্য উঁকি দিলেও ঘন কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রী সেলসিয়াস।এদিকে গত ১০ নভেম্বর থেকে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
সরজমিনে সকালে বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।সকাল ১১ টা পর্যন্ত যানবাহনে হেডলাইন জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে চালকদের।তেঁতুলিয়ার স্থানীয়রা বলছে,অগ্রহায়ণ মাসের ১লা দিনেই ঘন কুয়াশায় হিমেল হাওয়ায় তীব্র হতে শুরু করেছে শীত।গায়ে সোয়েটার,জ্যাকেট পরে যানবাহনে চলাচল করতে হচ্ছে।শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে।প্রতি রাতেই এখন কাঁথা-কম্বল গায়ে জড়িয়ে নিতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন,শনিবার সকালে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে।রাত ও সকালে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে।আগামীতে তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি।